যৌবনের সেই দুর্দম, এলোমেলো তন্বী প্রেম
তিনটে দশক পার হয়ে আজ স্থিতধী ।
মনের মাঝে ওঠে না সেই দামাল ঝড়
হৃদয়ের আনাচে কানাচে তার বলিরেখা
প্রতিটি পা ফেলি যুক্তির নিক্তিতে মেপে মেপে।
তুই এলে তবুও কিছুক্ষণের জন্য
হৃদয়ে আজও ফোটে পদ্মপলাশ।
বাসন্তী হাওয়ায় আজও
কিছুটা আগোছালো হওয়া যায়।
একটিবার ফিরতেও তো পারিস
একটু বাউণ্ডুলে হতে পারতাম তাহলে
তোর তাতে কী এমন ক্ষতি হয়ে যেত!
জানিস, আজকেও গিয়েছিলাম সেই রাস্তার পাশের
ভাঙাচোরা রকটাতে একবার বসতে
হাতড়াতে স্মৃতি প্রথম দেখার।
বাড়ীটাই দেখি আজ আর নেই
সেখানে গড়ে উঠেছে একটা মাল্টিপ্লেক্স।
সামনে কয়েকটা সিঁড়ি
ধাপে ধাপে নেমে গেছে রাস্তার উপর।
কিছু ছেলেমেয়েদের জটলা
তোর, আমার পরবর্তী প্রজন্ম ।
চিত্রা, এভাবেই সময় জন্ম নিক বারবার সময়ের গর্ভে
প্রতিবারই আমাদের প্রেমের পুনর্জন্ম হোক ।