এয়ার কণ্ডিশাণ্ড ঘরে ধ্যান ভেঙে জলদগম্ভীর কন্ঠে
গুরুদেব বলে উঠলেন, " ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা"।
ঠাঠা পোড়া রোদে যে চাষীটা হাল চালায়,
ঢালাই কারখানার কঙ্কালসার শ্রমিক,
বনগাঁ লোকালের নিত্যযাত্রী,
বড়োবাজারের মুটে
অথবা চাকরির আশায় নগরের
পথে পথে ঘুরে মরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী,
সারা মাসের টার্গেট পূর্ণ করার জন্য
আতঙ্কিত বেসরকারী অফিসের কর্মী
তাদের শোনালাম গুরুবাক্য।
একটা বিদ্রুপের হাসি ফুটে উঠল তাদের মুখে,
"হারামের খেতে পেলে অনেক জ্ঞান দেওয়া যায় "।