আগস্ট,১৯৪৭
সেদিন পেয়েছিলাম
অদ্ভুত এক মধ্য রাতের অর্ধ স্বাধীনতা !
আগস্ট,২০২৪
সাতটি দশক পরেও
ভয়ে আর আতঙ্কে
লুকিয়ে রাখি ঘরের কোণে
অর্ধেক আকাশ।
চোখের সামনে
নৃশংস ধর্ষণ ঘটতে দেখেও
যেসব রাজনীতিবিদ
আগে ধর্ষকের রাজনৈতিক রঙ বিচার করে
তাদের আমি নরাধম বলি।
এই পৈশাচিক ঘটনা শুনেও
শাসকের যেসব বেতনভুক
শিল্পী,গায়ক,কবি,অভিনেতার
জিহ্বা অসাড়
বিবেক স্থবির
চেতনা মৃতের মত পড়ে আছে
তাদের অচেতন ছাতির উপরে
এখন পা তুলে দাঁড়াবার সময় এসেছে।
শুনেছিলাম
মহাজ্ঞানী বেদব্যাস লিখে গেছেন মহাভারত
তিন হাজার বছর আগে
এতগুলো বছর পার হওয়ার পর
গীতাটুকু ছেড়ে শুধুই দ্রৌপদীর বস্ত্র হরণের
রিহার্সাল দিয়ে চলেছি দশকের পর দশক।
হে অশ্বিনী কুমারেরা,
ফিরিয়ে দাও
প্রতিটি ঘরের ধৃতরাষ্ট্রদের চোখের দৃষ্টি
অনেক হয়েছে সামাজিক বিপর্যয়
এবারে চোখ খোলো গান্ধারী
আমাদের ঘরের ছেলেরা যেন আর না হয়ে ওঠে দুর্যোধন।