দাগ

মণীষ

কখনও ছুঁই নি তোকে
তবুও রেখেছিস নিঃশব্দ দাগ
মনের কোন গভীরতর কোণে।

বাস, ট্রেন, ট্রামের ভীড়ে
আগলে রাখি তোর ছেড়ে যাওয়ার দাগ
মহানগরীর বুকে শুধুই চলমান নিস্পৃহতা ।

মাঝে মাঝেই খুব একা লাগে
মনে হয় তুই নেই,আমি নেই, কিছুই নেই
শুধু যেন কিছু চলমান ছায়ামূর্ত্তির আনাগোনা ।

নিজের অস্তিত্বের প্রতিও অবিশ্বাস জাগে মাঝে মাঝে
বুকের মাঝে হাত দিয়ে দেখি সেখানেও
এক অতলান্ত শূন্যতা।

ব্যস্ত জীবনের মহাসড়কে খাবি খেতে খেতেই খুঁজছিলাম
এতদিনের আগলে রাখা দাগ।
একটা কৃষ্ণগহ্বর তোর অগোচরে
আমাকে গিলে নিল নিঃশব্দে মহাজাগতিক ধুলিকণার মত।