রূপসী বাংলার রূপ
দেখি দুই নয়নে,
জলেতে ভরে রই...
মাঠের চার কোনে ৷
পলাশ ফুল ফুটে রই,
তারার মুখ পানে চেয়ে
গাঙ্গঁ ফড়িং লাফিয়ে চলে
ধানের সবুজ আড়ালে ৷
সজনে ফুল ফুটেছে ভোরে
জ্যোৎসা রাত বিছিয়ে,
চাঁদের আলো বিলিয়ে দেয়
গাঁয়ের মুখ পানে চয়ে ৷
আমড়া বনে কোকিলের স্বর..
বাতাসে বয়ে চলে দূর-দূরে
কাক তাকে খুঁজে বেড়াই
বন্ধু আপন বাসাতে ৷
শিশুরা মোষের পিটে
গরু চড়ায় বস্ত্র নাই পরিধানে,
রাজার হস্তী এসছে
এই বাংলার পাড়া গাঁয়ে ৷
একে একে নানা ফুল রাঙিয়ে নেই
বাংলার রঙে, সবুজ,লাল, নীল,
হলুদ,বেগুনী, সাদা,রঙে
বাংলা তাদের চেনে ৷
এই বাংলার মাটিতে ফসল বাগিচা
ফুটেছে কত ফুল-ফলের কবিতা
কত শত প্রাণ রয়েছে জীবিতা
বাংলা মিটায় ভুক্ষা ৷
তাই রূপসী বাংলার রূপ
দেখি ধরণীর এক কোনে
যেথা মিশে গেছে বাংলার প্রাণে
শুধু মানুষ নই পাখির টানে ৷