মহীয়ান মোদের করেছ মহান
        তনুতে ভরিয়েছ খুন রঙে লাল ৷
ভেদাভেদ অভেদ্য পর্দা রঙিন '
ছিন্ন কর যত রয়েছে শূলবান
যত পাপ তাপ দগ্ধ করিয় পরান,
তুমি? ত এতো করুনাময়ী মহান
ঝরাইতে পারিবেকি ধর্মবজ্র যান,
লয়ে চলে ততে তোমারই সন্তান ৷
  
  হে মহীয়ান মোদের করেছ মহান,
      বক্ষেতে কাঁকন বাজে মঞ্জুরি হনন ৷
মন্দির মসজিদ গড়ে করছে শয়ন
রেশ লাগায় হিন্দু-মুসলিম খ্রীষ্টান,
তোমারই দোহায় দিয়া অন্ন কেড়ে নিয়ে
দ্ররিদ্র পথ সুজিয়ে গরীব করে খানখান
তুমি রক্ষা করিয়ো গরীবের সন্মান
আলোতে ভরিয়ে দাও কাপুরুষ সংযম ৷

  হে মহীয়ান মোদের করেছ মহান
      আখিঁতে দৃশ্য মেলে শব্দে ধ্বনি,
বেদ বাইবেল কুরান সবই পথ দিশান
'মেথর 'মুচি 'করান বইছে শুধু ভরান,
শ্লোক বুঝিস কি ? সব হয়রান
মোরা শ্রেষ্ট বেদ গেয়েছে জয়গান
পদেতে রইবি পূরন হইবে মনবাসন,
পূর্ব জন্মে পাপ করেছিস সইছে ভগমান ৷

হে মহীয়ান মোদের করেছ মহান
     বাতাসে ঘ্রাণ মেলে নাসিকার তরে,
মন্দিরে পূজা অর্চনা মসজিদে আজান
গীর্জায় বাজায় ঘন্টা কিছু শয়তান
ধর্মে নামে অধর্ম করে ৷ গড়ে
নিজহস্তে ত্রিশূল, তলোয়ার খঞ্জন
রয়েছে যত বেইমান তাদের রক্তে
করে স্নান পান হয় শশ্নান ৷

  হে মহীয়ান মোদের করেছ মহান
    মোরা বইছি তাদেরই মানসন্মান,
পিছন কাত করে বক্ষেতে ছুরি মারে
সূচেতে হস্তী গলে বুঝেনি কত যুগে
আজও করে রাখে জ্ঞানে অজ্ঞান ৷
মোরা বুঝিব কবে তাদের কাম ক্ষয়রান
শিক্ষার আলো পাইয়ে দিও মহীয়ান
মোরা করিব তোমাতে ই মহান ৷