জন্মছি এই সোনালি শ্যামল মাখা,
রূপালী জ্যোৎসার মাঝে ৷
আকাশেতে রাজকন্যা জুলেখা রূপে
ভুবনেতে রাঙামাটি ম্লান সুখে ৷
পাহাড়-পর্বত কোলে নাচিতেছে অম্বর দোলে
হইরে-কি সুখ ত্রই বঙ্গেঁর মাটি জলে ৷
নদীটি এঁকে-বেঁকে যায় সাপ খোলস ছাড়ে
ঝাউবন সারিসারি পিছুপিছু চলে ৷
মাছরাঙা ডালেডালে স্থির বক রই তলে,
মাছেরা খাপি খাই শান্ত জলে পুকুর পাড়ে হাঁসের পলক ঝরেছে রঙবিরঙে,
পায়রা ঘুঙুর পায়ে যায় উড়ে বাহারে ৷
মাঠেতে সোনালী ধান বাঁক লহে ফেরে,
ঝাঁকানিতে কিছু ধান ঝড়েঝড়ে পড়ে চড়াই বাবুই শালিক খুঁটেখোঁজে মুরগিআহার
পিছনে চলে ছানা মায়ের পিয়ার ৷
কাকেরা সুযোগ খোঁজে ছৌ-মারার তরে
ফিঙেতে তাড়িয়ে বেড়াই দুশমন ভাগাড়ে ৷
আম জাম লিচু ফলে এই বাংলার বাগানে
কাঁঠালের গন্ধ দূর ওই বাতাসে ৷
তাল পড়ে পুকুর পাড়ে আষাঢ়র মাঝেতে
হুষ্কার দেয় আকাশ বজ্যপাত পড়ে পৃথিবীতে এমন ঘ্রান নেই কলমী হিঞ্চে পাটে
পূব-জনম মেলে যেন ত্রই বাংলার ঘ্রান নাকে ৷