ঘন ঘটা মেঘ হঠাৎ কাল সেট
সুন্দরী রূপসী হঠাৎ এলকেশী
যৌবন ভরিয়ে দুরন্ত অম্বরে,
দারুন দীপ্ত রুদ্রে বিদ্যুৎবাণ আজিরে
অন্ধ নয়নে কোথায় ছুই প্রাণ রে ৷
দগ্ধ অম্বরে জলসানি তপ্তে
সুমদ্র ব্যাকুল হৃদয় ভরিবে মাধুর্যে ৷
বর্ষার ঘন্টা বাজিল ক্ষমা নাই, মাঠ
ঘাট পথের ৷ আজ করিবে সব স্নান
আষাড়,শ্রাবণ,ভাদ্র ,আশ্বিন
তরুলতা তার গাহিছে উম্মান ৷
নতুন পল্লব বনে বনে পবন সজল
বর্ষা আজি ঝরঝর নদী কূল কল্লোল
বাতাসে বয়ে চলে ফুলের মঞ্জুর ৷
আজি ভরা যৌবন দিবালোকে চুম্বন
বনরাজি-পবন ব্যাকুল হৃদয় পাতিল আঁচল
কদম্ব ফুল বিছায়া করিল সজল শয়ন,
ক্ষমা নাই আজ তোরে অশান্ত নব বর্ষে,
দূর ওই গাঁয়ে সখী নব সিংহাসনে
শঙ্খ বাজে পূজার থালা লয়ে ৷ বরমাল্য
জড়ায় বে,আপন গ্রীবায় কোমল স্পর্শে ৷