দ্বিপহর প্রখর রৌদ্র
দুরন্ত কালো কেশ
সুনিবিড় ছায়ায় বেশ,
প্রাণ শীতল বাতাস
বইছে নিকাশ
জঞ্জাল যত স্তুুপ ৷
দুরদুর গর্জন বিদ্যুত ঝলকানি
ক্রুর বজ্রঘাত করে হানাহানি
চক্ষু গোচর হয়নি ওগো সাহসিনী
লইয়া চল তৃণবোঝা গৃহপানী ৷
অম্বর উম্মাদ দ্বারে
ঝোড় হাওয়া বাগদি গৃহে ঝড়াইল বৃক্ষের পল্লব,
আজ সুমদ্র উতালা
কানায় কানায় শস্য ভরা
মেঘের গর্জন করে অবোলা ৷
আজ বৃষ্টি আচ্ছাদন শৃঙ্খালা লঙ্ঘন
ও পারন্তর ঝাপসা অন্তর ,
মিলেছে বেহুশ অঙ্গ ফুলছে গরজ
হইয়া শঙ্কা কল্পনায় পঙ্গা ৷
আশ্বিন হইল মীন
হইয়া অঙ্গ হীন
জড়াইয়া মোদের ঋণ,
সুখের আজি উল্লাস
বাটিবাটি আনন্দ রস
ওষ্ঠ করে হানাহানি ৷
নদনদী আজ লুব্ধ জড়াইল পদ্ম
মৌমাছির গুনগুন মৎসের আনচন
পল্লব বৃক্ষে নতুন কচি উৎসবে
সাজাইল নিজ অঙ্গে আচ্ছাদন ৷
আশ্বিন পূণজনম
একাদ্বশীতে হইবে বরণ
সুখ দুঃখ আনন্দ করন ৷