🌸তোমার খোঁজে আমরা🌸
    
       আছো তুমি পাশের ঘরে
তাও দেখিতে পাই না,
      আছো তুমি মনের গভীরে
মন মানিতে চাই না।

            আছো তুমি আমার সম্মুখে
     তুলে ধরো আয়না,
            আছো তুমি প্রকৃতির মাঝে
     অনুভব করতে জানিনা।

আছো তুমি সে কোন পথে
         সে পথ যে আমরা চিনি না,
নাকি তুমি আমাদেরই কাছে
         আমরা তা বুঝতে পারি না।
    
           আছো তুমি পাতালপুরীতে
সে পথ খোঁজা যায় না,
          ভাসো তুমি মেঘের সাথে
হাত বাড়ালে পায় না।

আছো তুমি পরমাত্মা রূপে
     অন্তরাত্মার দেখাও যে মেলেনা,
আছো তুমি সন্নিকটে
      দূরে খুঁজেও তাই পাই না।

            আছো তুমি আমারি মাঝে
নিজেকেও যে আমি চিনি না,
          থাকো যদি প্রদীপের শিখায়
প্রদীপ খানা তুলে ধরো না।

                   মনিরা খাতুন ✒