ছেড়ে দাও, আমায় যেতে দাও,
ঠিক যেমন পাখিরা তাদের
ছানাদের দেয় ছেড়ে,
নীল আকাশের ওই দূরে।

ঠিক যেমন জাহাজকে
দেওয়া হয় ছেড়ে,
গভীর ওই সমুদ্র জলে।

পিছুটানকে পিছে ফেলে
তোমার আঁচলের স্নেহ ঠেলে,
আমিও চাই যেতে
দূর দূরান্ত বহু দূরে।

সকল শিকল ভেঙে
স্বপ্নের ডানা মেলে,
আকাশের ওই পারে
আমার কল্পনার সমুদ্র ধারে।

অন্ধকার ঘরে সন্ধ্যার আলো জ্বেলে
রুক্ষ মাটিতে স্বপ্নের বীজ বুনে,
শত তারার থেকে একটি তারা ছিনিয়ে,
আমি ফিরিবো তোমার ঘরে
তোমারই আঁচলের তলে।

                 (IAO)