জন্মদিনে একা একা
                       বসে আমি ঘরের কোনে,
            ভাবি আমি ডুব দিয়েছি
                       সাগরের ঐ গভীর জলে।

            দিন রাত্রির জ্ঞান হারিয়ে
                       বসে আছি পুঁথি নিয়ে,
            বলল না কেও একবারও যে
                       বাহির পানে দেখো চেয়ে।

           ব্যর্থতার কিছু খুঁটি নিয়ে
                       ভাবছি আমি করব শুরু,
           কেমনে শুরু করব ভেবেই
                       বুকের ভেতর দুরু  দুরু।

           তবু আশাবাদী মন হাল ছাড়েনা
                       যেতে হবে যে অনেকটা দূর,
           হোঁচট খেয়ে পড়ে গেলেই
                       ধরবো আমি অন্তরের সুর....

           স্বপ্ন আমার আকাশ ছোঁয়া
                       আকাশ কী আর ছোঁয়া যায়!
           সাহস যদি থাকে বুকে
                       আকাশও পার করা যায়।


                     (IAO)