আকাশ পানে উড়ে উড়ে
               দেখছি আমি জগৎ ঘুরে,
হাঁটছে কেমন মানুষ গুলো
               রাস্তায় আর গলির ধারে।

মস্ত একখান শরীর নিয়ে
             জল আনতে যায় যে মেয়ে,
জল ভরা ওই কলসী টি তার
            পড়ছে নাতো কোমর বেয়ে!

চাষের উপর চাষ করে যায়
            ফল টাও তো নিজেরাই খাই,
একটুখানি দিলে পরে
            এমন কি আর অভাব পড়ে ভাই?

এখনও যে অনেক বাকি
           পুড়তে কালো মুন্ডু গুলো,
গাছ গুলিকে কেটে নিয়ে
          ঘর গুলিকে দখল নিল ।

এবার এলে আমার বাসায়
           ডিম গুলিকে কুড়িয়ে নিতে,
দেব ক্ষন নাক ঠুকরে
           দগ্ধ তখন সারবে কিসে?

খাচ্ছে সুখে চড়ছে ট্রেনে
          শখ তাও তার কমল নারে,
আমায় দেখে বলছে আবার
          উড়তে চাই সে আকাশ পারে।

এমনকি আর দুঃখ রে তোর
         আছে ঘর আছে চুলো,
বেসি আশা করিস নারে
        শেষে জুটবে কপালে মূলো।


                   মনি ✒