কোনোকালে করিবো না পড়াশোনা কাজ,
সবকটা করিব এক্ষুনি আজ।

এই কাল সেই কাল গতকাল চিরকাল,
সাধ নাহি মিটিলো নিমন্ত্রণে পরকাল।

বড় পর বড় পর কাল আর পরশুর  ঘর,
দেখায় না সে মার্গ, শুধু করে ভ্রমের ভর।

কাল কাল করিয়া কত গেল চলিয়া,
কেন কালে মাথা ঠুকি  হয়ে আমি মরিয়া ?

সময় আছে ভাবিয়া করিয়াছি ভুল,
সময়ের কঠোর নিয়ম ফুটাইয়াছে হুল ।

কতকাল থাকিব সে ক্ষনের অপেক্ষায়,
নিকট নাহি আসিবে তাই চির বিদায়।

এই ক্ষণেই অমৃত প্রাপ্তি বড় কঠিন,
ইহার ছোঁয়া লাগাইয়াছি নাহি কিছু জটিল।

                      (IAO)