🌺🌺 অন্তরের চেতনা🌺🌺
মনিরা খাতুন
প্রেম পত্র পাইয়া হাতে
মন নাচে তার মধ্য রাতে,
শিশির উপর ভোরের ডাকে
মাততে সে চাই রঙ্গ নাচে।
আলোর ছটা পড়ুক এসে
মন মন্দিরের স্বর্গ দেশে,
বলুক তাহার কানে কানে,
ডুবে যেও না মোহের ধ্যানে।
প্রেম যা তোমার শান্ত করে
অশান্ত সেই সমুদ্রকে,
মোহ যা তোমার জ্যান্ত করে
ভেতরে থাকা ক্ষুধাটাকে।
মোহ পত্র ত্যাগ করিয়া
বুঝতে শেখো জগৎটাকে,
এই দুনিয়ায় কে বা কাহার
সবাই বাঁচে নিজের তরে।
আকাশ পাতাল নাচছে এখন
চারিদিক তাই রঙিন লাগে,
দিনের শেষে বুঝবে যখন
ঘটবে তোমার অন্তরের চেতন।
🌺🌺🌺