এ কেমন নিয়ম! 🤔
চাঁদনী রাতে তারার সাথে
পুকুর পাড়ে বসে,
দেখছি আমি বসে আছি
অজানা এক দেশে।
ভাবছি আমি আনছি ঘরে
বিয়ে করে বর,
দেখছি আমি মেয়ে হয়েও
ঘরের বংশধর।
যাচ্ছি আমি হেথায় সেথায়
যখন যেথায় খুশি,
লক্ষ্মীমন্ত বরটি আমার
ঘরের কাজেই খুশি।
দিচ্ছি বকা করছি শাসন
কথা অমান্য করলেই মোর,
ভাবছি কিসব আবোল তাবোল
ওরে! কে কোথায় আছিস
আমায় এসে ধর।
প্রশ্ন করি ঈশ্বরকে আমি
কেন এমন বলো?
জন্ম দিয়েও নারীরা নয়
পুরুষ বংশধর হলো!
মনিরা খাতুন