তুমি একা,তুমি বড় একা
তোমার তো কেউ নেই,
আশেপাশে দেখছ কতজন কত জনা,
ভাবছো সবাই কত আপন জনা
কিন্তু দিনশেষে তোমার তো কেউ নেই।
দুঃখ বিলাস করে লাভ নেই
তোমার তো কেউ নেই।
তুমি প্রয়োজনে ছুঁয়ে আছো সবারই
তোমার প্রয়োজনে আসলে কেউ নেই-
তুমি নিঃস্ব তুমি দুর্বল
তুমি একা, বড় একা তোমার তো কেউ নেই।
তোমার ঘরে ঘরনী, তোমার রাজরানী
তোমার স্নেহের আদুরে সন্তান
তোমার প্রিয় বন্ধু বান্ধব আত্মীয়স্বজন,
ভাবছো তারা তোমার শুধুই তোমারই,
আসলে তারা তোমার কেউ নয়।
তুমি সাঁঝের সাময়িকি-
তুমি রাস্তার ভিখারি নয় তো যাযাবর
স্বার্থের মগডালে তোমার স্মৃতি
সবার প্রয়োজনে এই প্রেম প্রীতি-
এখন আছো কাল নেই
তুমি একা বড় একা, তোমার তো কেউ নেই।