আমি প্রহর ভেঙ্গে এগিয়েছি আগন্তুকের খোঁজে,
তারা আমায় মিথ্যে বলেছে দুঃখ পাবার ভয়ে।
হৃদয় আয়নায় নিজের সুরত যাচ্ছে শুধু ক্ষয়ে,
ভুলে চুলে বাউন্ডুলে খেপায় আমায় দিনে রাতে।
চোখের তারায় বিলাসীতা ঢেকে যায় সর্ব ক্ষণে,
বন্ধু তিলোত্তমা সাঁঝের বেলায় বাধা তুমি দিলে।
অন্তরালে অন্তধ্যানে প্রভাত মলয় কেড়ে নিলে!
চাহিয়া ও পাবে না ,পাবার অধিকার না হলে ।