আমি চাই তোমাদের জন্য এক নিরাপদ নগরী
নগরীর মোড়ে বসে থাকে এক প্রহরী...
কখনো কি জানতে চেয়েছ
কে সে ?
ঘুম হোক তোমাদের ক্লান্তির নির্বাসন
আমি প্রহর গুনছি স্বস্তির ,নয় তো মৃত্যুর।
ভুলে যাও আমাকে ,ভুলে যাও তোমায়,
প্রতিটি ভোরে হয়তো শিশির বিন্দু
দোল খায় রক্তের শিরা-উপশিরায়।
তার পরেও বিনিদ্র এ রাত কেটে যাক,
হয়তো এমনো প্রভাত বেলা
দেখবে তোমরা লুট পাটের খেলা,
সেদিন আর পাবে না খুঁজে-
নগরীর মোড়ে সেই প্রহরীকে।