একটু আঘাতে হয়তো পাথর ভাঙ্গে না,
হয়তো মানুষের মন ভাঙ্গে-
তবে মানুষের মন পাথর কেন হয়?
মন তো সামান্য অবহেলায় ভাঙ্গে-
তবে পাথর কেন নয়?
মন ভাঙ্গে পাথরও ভাঙ্গে, তবু দুটি তো এক নয়।
মন ভাঙ্গে নরম আঘাতে, পাথর ভাঙ্গে শক্তে -
পাথর ভেঙ্গে মাটিতে মিশে,মন ভেঙ্গে মিশে রক্তে।
একটু চোখের জলে, চোখ জ্বলে
সেই চোখের ইশারায় মন ভোলে-
তবে কি কান্নাতে অভিনয়।
ভালো যার চাচ্ছি তার ,তবে আমি কেন ভালো নয়।
বেশ প্রশ্ন ফুটেছে মুখে মুখে, হাজার প্রশ্ন সুখ দুখে ,
প্রশ্ন হয়ে ঘুরছি আমি আজ নির্বাক-
প্রহরের শেষ প্রান্তে থেমে গেছি হতবাক।
প্রশ্নের উত্তরে কিবা হয় কবে আসবে মহাকাল,
শেষ হবে কি এই অবহেলার ইন্দ্রজাল।