সব কিছুই অবাক লাগে,
যখন ইট পাথরের শহর ছেড়ে
আসি গ্রামের বুকে,
ফুলে ফসলে ভরে আছে
শূন্য মাঠের বাকে।
যাওয়ার সময় দেখেছি কী
ফিরে এসে দেখলাম কী,
এই নিয়ে মনে মনে
শুধু সদা ভাবি।
গত বর্ষায় আসি যখন
ধান খেত দেখি তখন,
এখন দেখি মাঠের মাঝে
সরষে ফুলে ভরে আছে।
এরপর আসবো যখন
নতুন কিছু দেখবো তখন,
এই চললাম আবার
সেই শহরের বুকে
দোয়া করি গ্রামের সবাই,
থাকুক অনেক সুখে।