আমি একটা ফেরারি মানুষ,
এই ভালো ত` এই মন্দ ।
বেঁচে আছি বেঁচে থাকতে হয় বলে,
নিজে নিজে তো আর মরতে নেই, তার জন্য।
আচ্ছা নিজে নিজেকে হত্যা করলে লোকেরা তাকে আত্মহত্যা বলবে তাই না!
তবে আমি আমাকে, আমার এই আত্মাকে, বহুবার ক্ষণে ক্ষণে হত্যা করেছি।
তোমরা কেন বোঝ না আমি বেঁচে নেই,
শুধু প্রাণ আছে এ দেহে,
কিন্তু আমার মন, হৃদয়, আত্মা সবকিছু কবেই শেষ হয়েছে।তবে তোমরা তা বোঝনা।
আমার এক একটি মুহূর্ত, এক একটি দাবানলের সূচনা করে।
হতাশা আমার বক্ষপিন্ডের কাল হয়ে দাঁড়িয়েছে, আর পথ ভ্রষ্টতা।
যতই বলি আমি ভালো আছি , ততই আমি ফেরারি হয়ে যাই।
তবে কি ফেরারি ছাড়া আমি বাঁচতেও পারব না কোনদিন!
নাকি এই ফেরারি হয়ে ছাড়া আমি কোনদিনও ভালো থাকতে পারবো না ।
আমি একটা ফেরারি মানুষ,
এই ভুলে যাই আবার,ত'এই স্মৃতি ফিরে পাই।
আমার না আছে কোন চিন্তা, না আছে কোন পরিকল্পনা।
তোমরা যারা আমাকে ভালো মানুষ ভাবছো
ভুল করছো!
আমি কতবার বলেছি আমি ভালোনা, ভালোনা, ভালোনা!
না, আমি তোমাদের উপকার করছি
না, তোমাদের ক্ষতি করছি ।
আমি তো আমার নিজের ভালো-মন্দ বিচার করতে পারিনা।
তবে কিভাবে তোমাদের মত জ্ঞানী গুণীদের সেবা করবো বলতে পার!
ওজন দিয়ে চাপ দাও, চ্যাপ্টা করে ফেলো আমার শরীর!
বুলেটের আঘাতে জরাজীর্ণ করে দাও ,
ক্ষত বিক্ষত করে দাও -আমার এ দেহ।
তবে দোহাই তোমাদের প্লিজ, আমাকে তোমরা মানসিক কোন চাপ দিওনা-
ফেরারি মানুষকে ফেরানোর জন্য, তোমাদের কেন এই আয়োজন বল, কেন এই আয়োজন?