অতঃপর তুমি চলে গেলে
তোমার চলে যাওয়া দেখার জন্য,
আমি শুধু নিরবে চেয়ে থাকলাম
ছিঃ ছিঃ এমনটা ভেবোনা...
জানিতো আমি সব জানি
তোমার মনটা আজকাল পিরামিড সদৃশ
তবে চাওয়ার পরিমাণটাও কম নয়,
কি বাকি আছে বা ছিল,
ডিজেলের পোড়া গন্ধ
তোমার বিশ্রী কথনে,
আমাকে যখন এভাবে বলতে
আমি মুখটা চেপে হেসেছিলাম,,,
চলে যখন যাবে
তবে এত দিন কেন বউ-বর খেলায় মেতেছি
আমেজ কি হারিয়েছো আজ,
নাকি ঘৃণা লাগে বিশ্রী কথনে।।
তোমার চলে যাওয়া
খুব তাড়াহুড়া হয়ে গেল
ভাবছিলাম আমি সাজিয়ে দেবো
তোমার সব চাওয়াগুলো দিয়ে।।
তবে তোমার চাওয়ার পরিমাণটা এত বেশি
যা আমার ভান্ডারে মজুদ নেই
অতঃপর আমি চেষ্টা করতাম,,,
না পারলে ভিখারির মত ......নিতাম।।
সুখে থাক, সবাই এটাই বলে
আমি বলে হতভাগাদের দল চিনলাম,,
অব্শ্য ব্যর্থ প্রেমিক নই
যেহেতু পৃথিবীতে প্রেমের ক্ষেত্রে
এনালক বা ডিজিটাল নেই,,,
তবে তোমারটা বোধহয় ডিজিটাল
না আমার কোথাও ভুল হচ্ছে
আমারও দোষ ছিল কিন্তু স্বল্প।
পৌছে আমাকে না হয়
একটা সংবাদ দেবেন...
সেকি তুমি বলার অধিকার তো হারিয়ে ফেলেছি।।।