অমৃতা প্রীতমের কবিতা পুনর্গঠনে : মানিক পাল
নিজের ঘরের ঠিকানা মুছে দিয়েছি আমি আজ
গলির মাথায় ঝুলানো সাইনবোর্ডটি ও ফেলে দিয়েছি আমি আজ
প্রতিটি সড়কের মাথায় লাগানো নাম গুলোও মুছে দিয়েছি আজ।
যদি তুমি আমার ঠিকানা পেতে চাও
তাহলে প্রতিটি দেশের , প্রতিটি শহরের
প্রতিটি গলিতে খোঁজ করো আমায়।
জানি, আমার ঠিকানা আর খুঁজে পাবেনা কখনো তুমি
কিন্তু, যেদিকে তোমার মুক্ত হৃদয়ের ঝলক পড়বে
মনে রেখো , সেটাই আমার ঠিকানা , সেটাই আমার ঘর।