আজ আমার জুতো জামার মতই -
আমার নিজের শরীরটি খুলে রেখে
ছুঁড়ে ফেললাম শীতল মেঝেতে।
স্মৃতির পাতায় লিখা ডাইরীর এক একটি পৃষ্ঠা-
ছিঁড়ে ফেলে দিলাম ফায়ারপ্লেসের আগুনে।
এ যেন এক অভিশাপ মুক্তিতে বরপ্রাপ্তির প্রচেষ্টা !
অনেকটা শিকলে বাঁধা কুকুরের মত ,
ঘেউ ঘেউ করবে মুক্তির আশায়।
আবার চুপ হয়ে যাবে মনিবের ভালোবাসায়।
ফায়ারপ্লেসের আগুন যেন নিষ্প্রভ -
যেন জ্বালাতে চাইছে না চারটি বছরের
স্মৃতি রোমন্থক সাদা কালো অক্ষর গুলোকে,
যেখানে তোমার মনের রঙের গভীরতায়
মিশে আমি ভিজিয়ে দিয়েছিলাম
তোমার মনের আনকোরা ক্যানভাসটিকে।
তোমার দেহের ঝর্ণাধারায় মিশে গিয়ে,
ছোট্ট একটি জলের কনা হয়ে
নেমে পড়েছিলাম তোমার বুকে।
জল কণাটির অস্তিত্ব লেপ্টে দিয়েছিলে
তুমি অস্পুষ্ট নারীরেখায় কুচযুগলের খাঁজে।
মনে হয়েছিল, এটাই প্রেম -
এটাই বোধয় জম্ন-জন্মান্তরের বাঁধন
যা লিখা থাকে পৌরাণিক আখ্যানে।
যে জন্ম পেরিয়েছিলাম তোমার দেহ মনের ক্যানভাসে,
সেখানে শরীর ধ্বংসে সবই একদিন শেষ হয়ে যাবে।
কিন্তু স্মৃতির চাদর ?
সে তো অনেক দীর্ঘ , অনেক বিশাল, অনেক প্রকান্ড -
তাকে তো ফায়ারপ্লেসে পোড়ানো যাবেনা !
তাই, হয়ত সেই চাদরেই জড়িয়ে থাকতে হবে
আমাকে …. এই জন্মে, এমনকি…..জন্ম জন্মান্তরে…..