তুমি চাইলেই থেকে যেতে পারতে
কিন্তু তুমি চাওনি থেকে যেতে.

তুমি চাইলেই সম্পর্কটা টিকিয়ে রাখতে পারতে
কিন্তু তুমি খুশি হয়েছিলে বিচ্ছেদে.

তুমি চাইলেই রাগ অভিমান ভুলে কাছে
টেনে নিতে পারতে.
কিন্তু তুমি গুরুত্ব দিয়েছিলে শুধু দূরত্বে.

তুমি চাইলেই ভালোবাসা দিয়ে সব
ভুলিয়ে দিতে পারতে.
কিন্তু তুমি মনকে বিষিয়ে দিয়েছ অবহেলা করে.

তুমি চাইলেই সবকিছু ভুলে আবার
নতুন করে শুরু করতে পারতে.
কিন্তু তুমি এর কিছুই চাওনি
চেয়েছিলে নিজের মতে করে থাকতে
আমাকে দূরে সরিয়ে.

সত্যি বলতে কি ভালোবাসায় দু'জনের
সমান আগ্রহ না থাকলে
ভালোবাসা শব্দটাই মূল্যহীন সেখানে..!

.....................................................

You could stay if you wanted
But you didn't want to stay.

You could have maintained the relationship if you wanted to
But you were happy to part.

If you want, forget anger and shame
could drag.
But you gave importance only to the distance.

All with love if you want
could forget.
But you have poisoned the mind by neglecting it.

Forget everything if you want
Could start over.
But you wanted none of it
You wanted to do it your way
Push me away.

To tell the truth, two people in love
If there is no equal interest
The word love is worthless there..!