তুমি আসবে না জেনেও
এই তোমার জন্য অপেক্ষা করি.
সন্ধ্যা ঘনিয়ে এলেও তুমি আসো না.
তাই প্রতিটি দিনের শেষে আমার মন খারাপ হয়.
তবুও নতুন দিনে আবার সেই অপেক্ষার পথ.
তুমি আসবে এই ভেবেই
রাত চলে আসে দিন ফুরিয়ে.
আঁধার আকাশে জোৎস্না আসে.
ঝলমলে চাঁদ ওঠে
তবুও তুমি আসো না.
আমার ভীষণ দুঃখ হয়.
তুমি আসবে না জেনেও
এই যে প্রতিদিন অপেক্ষায় থাকি.
প্রতিদিন দুচোখ জলে ভাসে.
এই যে তোমার জন্য প্রতিদিন মন খারাপ হয়.
তবুও আমি তোমার জন্যেই অপেক্ষা করি.
যদি পথ ভুল করেও কখনো তুমি আসো..!
............................................................
Even knowing you will not come
This is waiting for you.
You do not come even when the evening is approaching.
So at the end of each day I am sad.
Yet the new day is the path of waiting again.
Thinking that you will come
Night comes and the day ends.
In dark skies comes divination.
The moon rises brightly
Yet you do not come.
I am very sad.
Even knowing you will not come
This is what I look forward to every day.
Every day two eyes float in water.
This is what upsets you every day.
Still I wait for you.
Even if the path is wrong, you will come..!