ঘনঘোর সন্ধ্যা। মুমূর্ষু শীত। জ্বরে আক্রান্ত ঝিমধরা শরীর। শুধু যে জ্বর তা নয়, সাথে রয়েছে অসহ্যকর মাথা ব্যথা। মস্তিষ্ক জুড়ে খেলা করছে ক্লান্তিকর দুঃসময়। আর হৃদয়ে বিরাজ করছে তোমার দেওয়া গাঢ় বেদনার রঙ মাখানো পরিচিত দুঃখ'সব! তোমায় মনে পড়ছে খুব! তোমায় মনে পড়ছে খুব!