তোমার একদিনের ভালোবাসা
আমার অন্তহীন শূন্যতাকে পূর্ণতায় রাঙিয়ে তোলে.
আমার অনন্ত হাহাকারের কোলাহলকে মুছে
নিঃশব্দতার সুরে বেঁধে ফেলে.
আমার বুকে জমে থাকা অগণন দুঃখের
ভারকে হালকা করে.
তোমার একদিনের উপস্থিতির সামান্যতম
এক মুহূর্ত আমার জীবনের সমস্ত অবসাদ ঝেড়ে
ফেলে নতুন করে হাসতে শেখায় আমাকে.
তুমি কি জানো.
তোমার এই একদিনের ভালোবাসা
আমাকে এক যুগ ভালো রাখতে পারে..!