তুমি বরং তার সাথেই বেঁধো ঘর-- যে তোমায় সুখী রাখবে জীবন ভর। যার চোখে থাকবে তোমার প্রতি মায়ার আলো, যে ছুঁয়ে দেবে তোমার প্রাণের প্রতিটি পালো! আমি বরং দূরে দাঁড়িয়ে থাকব চুপ-- তোমার খুশিতে ভরবে আমার মনের রূপ। তুমি ভালো থাকো, এটাই শেষ চাওয়া, তোমার সুখে গড়ি আমার হারানোর দাওয়া..!