যে নয়ন যুগল অত্যাশ্চর্য মনোরম লাবণ্যময় মুখশ্রী দর্শন করিয়া পরম সুখের অনুভূতি'তে মগ্ন হইতো. আজ সে দু'নয়ন অশ্রু শুন্য হইয়া পানি শুন্যতায় ভুগছে.
তোমার বিচরণে যে বুক আনন্দের উষ্ণতায় তৃপ্তির প্রশান্তি পাইতো.
আজ সেই বুকে ধু ধু করছে জনশূন্য মাঠের মতো শূন্য বেদনা..!