বহুদিন আগে এক মায়াবতীর
চোখে পড়িয়া ছিলো আমার চোখ.
তাকে হারিয়ে আজও কাটাতে পারিনি
মায়াবতী হারানোর শোক.
যার মাঝে পেতাম খুঁজে এই এতিমের সুখ.
সেই মায়াবতীই তো
আমায় দিয়ে গেলো দুঃখ ভরা এক বুক..!