চেষ্টার বিন্দুমাত্র কমতি রেখে ছেড়ো না হাল.
ভাগ্যের চাকা ঘুরবে আজ নয়তো কাল.
তোমার সাহস যদি থাকে বয়স কোন ব্যাপার না.
অতীতের ভুল থেকেই শিক্ষাগুলো ভুলে যেও না.
শেষ বয়সেও সফল হয়েছে ইতিহাস ঘেঁটে দেখো.
তোমার সাহস থাকলে তুমি সফল হবে এটা মনে রেখো..!