আমি শব্দহীন এক অভিমান,যার ভাষা কেউ কখনোই বুঝেনি, আমি অনুভূতির অতল গহনে ডুবে থাকা এক নির্বাক নদী, আমি হারিয়ে যাওয়া এক চিঠি, যা পৌছানোর আগেই ছিড়ে ফেলা হয়েছে, আমি এমন এক ফুল যা ফোটার আগেই ঝরে গেছে, আমি রংহীন এক জীবন যেখানে কেউ রং ছড়াতে আসেনি, আমি এক শূন্য কোলাহল যার আওয়াজ কেউ কখনো শোনেনি..!