পুরুষ

জন্ম নিলাম পরের জন্য নিজের জন্য কি?

নিজের ঘামে সয়াবিন বুনি পরের পেটে ঘি। মুখে হাসি বুকে কাদি দেখেনা তো কেউ, দায়বদ্ধতার স্রোতধারায় বুক পাজরে ঢেউ।

মস্ত প্রাসাদ গড়ে দিয়ে আমি যাবো জেলে, উত্তরাধিকার সূত্রে তখন দায়ভার নিবে ছেলে।