জানো মায়াবতী তুমি জীবনের প্রথম ফুল.
আমি তোমায় এই এক বাক্যেই জীবনের সব দিয়েছি.
আমি তোমার তুমি আমার আমি কিন্তু সে কথা বলি নি'.
তুমি আমার নাই হতে পারো.
তবে আমি যে কেবলই তোমার তা তুমি মনে রেখো.
ভালো তুমি নাই বাসলে.
আমার ভালোবাসা তো নিতেই পারো..!