অসম্ভব যন্ত্রণা Osombov Jontrona
কোথাও না কোথাও তুমি আমার সাথেই রয়ে গেছো, স্মৃতিতে, দুঃস্বপ্নে, অসম্ভব য'ন্ত্রণায়, মন খারাপ করা প্রতিটা গানের লাইনে, মাঝরাত্তিরের বুকের ব্য'থায়, তুমি আছো। আমাদের যা কিছু ভালো হওয়ার কথা ছিলো, সেসব ভালো তোমার হোক। সব শেষে তুমি ভালো থাকো আমার না হয়া প্রিয় মানুষ কষ্ট পেতে পেতে এমন একটা মানুষ হয়ে গেছি,, যে বুকের ভিতরে হাজার কষ্ট তার পরেও একটি রহস্য ময় হাঁসি নিয়ে মানুষের মাঝে বেঁচে থাকতে হয়,, বুকের ভিতর যে কষ্টটা লুকিয়ে রেখেছি তা প্রকাশ করে শেষ করা যাবে না। আর প্রকাশ করে ও লাভ কি, যার প্রকাশ করি সেই আঘাত করে হুম হাজারো মানুষের ভিরেও নিজেকে খুব একা মনে হয় মনের ভেতর কষ্টগুলো মুখের মিথ্যা একটা হাসি দিয়ে আড়াল করে দেই তবে মনে রবে দুঃসময়ে ছুঁড়ে ফেলে যাওয়া অদ্ভুত সুন্দর মানুষদের কথা যাদের জন্য আমার হৃৎপিণ্ড আঁতকে উঠেছিল অসম্ভব যন্ত্রনায়..!
কবিতাটি ৩৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ২৭/০১/২০২৫, ১৫:৩২ মি: