আকাঙ্খা ও বঞ্চনার অমোঘ অনুধ্যানের ভগ্নাংশে, প্রতিটি ক্ষণে তোমারই উপস্থিতি প্রত্যাশা করেছি, প্রত্যাশা করেছি তোমার সত্তার অনুজ্জ্বল স্পর্শ, প্রত্যাশা করেছি তোমার ছায়ায় বেঁচে থাকার এক মায়াবী আশ্রয়।

তবে- তুমি ছিলে সুদূরের সেই অনতিপ্রাপ্য প্রান্তে, দিগন্তের সেই অজানা সীমায়, দিগন্তের ওপারে, হাত বাড়ালেই মিলবে না তোমার স্পর্শ এমন এক দূরত্বে। যেখানে আমার সকল আক্ষেপ, সমস্ত আকুতি, প্রগাঢ় আকুলতা কখনো, কোনদিনও গমন করে না, পৌঁছাতে পারে না।

তোমাকে পাবার এই অপূর্ণ আকাঙ্ক্ষার দীর্ঘশ্বাস, হৃদয়ের গভীরে এক বিরাট অবর্ণনীয় শূন্যতার ক্ষতচিহ্ন হয়ে রয়ে গেছে। হয়তো অনন্তকাল ধিরে এই যন্ত্রণাবোধ আমাকে তাড়িয়ে বেড়াবে, গ্রাস করবে~ তোমারে অপ্রাপ্তির এই নিরুদ্ধ বিষাদে আমার জীবনের প্রতিটি নিঃশ্বাস আজ দীর্ঘশ্বাস এ পরিণত হয়েছে!