তোমার ভালবাসায় আমি হেরে গেছি' হয়তো জীবদ্দশায় তোমায় পেয়ে আমি হেরে যাবো' পরাজিত এ আমি 'আমৃত্যু তোমার অপেক্ষায় থাকবো!

তোমাকে আর পাওয়া হবে না' অস্পষ্ট কন্ঠে কখনো আর খুব কাছ থেকে বলা হবে না ভালোবাসি' প্রেম বাঁচিয়ে রাখতে' আমি আজও তোমার অপেক্ষায় থাকি!

অপেক্ষায় রয়েছে মধুময় যন্ত্রনা' যা আমায় নতুন করে তোমার প্রেমে ফেলে' এ অপেক্ষার শেষ না থাকলেও আমি ভাবি, এ-ই বুঝি তুমি ফিরে এলে!

কখনো কোথাও কোনো'ভাবে যদি আচমকা মনে পড়ে আমায়' ভেবে নিও' পরাজিত এ আমি আজও তোমার অপেক্ষায়!