নতুন বছরের প্রতিটা দিন হোক রঙিন.
বিগত বছরের ভুল গুলো শুধরে.
কাজে লাগাতে চাই ২০২৫ সালের প্রতিটা দিন.
যা হওয়ার হয়েছে
এবার থেকে প্রানপনে করবো চেষ্টা.
মেধা পরিশ্রম আর সময়কে
কাজে লাগিয়ে সুন্দর করবো শেষটা.
২৪ এ যা পারিনি ২৫ এ করতে চাই অর্জন.
নিজের কানেই শুনতে চাই সফলতার গর্জন..!