মাঝরাতে দুঃস্বপ্নে ঘুম ভেঙে গেলে তোমার কি মনে পড়ে আমায়। দুর হতে শুনতে পাও কি আমার হৃৎস্পন্দন অথবা টের কি পাও আমার বুকের যন্ত্রনা..!