প্রিয় মেঘ বালিকা মানুষ কিভাবে নিমিষেই বদলে যেতে পারে, তোমায় না দেখলে আমি জানতামই না!
অসীম ভালোবাসা কে মানুষ কিভাবে অস্বীকার করে, তা আমার তোমার কাছ থেকে'ই শেখা!
সমস্ত বন্ধন ছিন্ন করে, মানুষ কতটা দূরে সরে যেতে পারে' তা তুমি'ই আমায় দেখিয়েছো!
তুমি আমায় দুঃখ দেও নি, বরং ধাপে ধাপে নতুন কিছু শিখিয়েছো, তুমি আমার না হয়ে ভালোই করেছো..!