মা মানে
প্রথম ডাক প্রথম স্পর্শ
মা মানে
সাধের কাপড়টিও গুয়েমুতে ন'ষ্ট।
মা মানে
সিজারের বি'শ্রী দাগ ভালোবাসায় নেওয়া
মা মানে
সন্তানদের জন্য জীবনটা বিলিয়ে দেওয়া।
মা মানে
প্রথম উষ্ণ কোল
মা মানে
প্রথম ফোঁটা বোল।
মা মানে
প্রথম ফোঁটা আলো
মা মানে
জীবনটা অনেক ভালো
মা মানে
ঘুম পারানি গান
মা মানে
রয়েছে নাড়ির টান।
মা মানে
যত্ন আর মায়া
মা মানে
রোবটের এক কায়া।
মা মানে
কালো হলেও সুশ্রী রুপ
মা মানে
শরীরের গ'ন্ধে হার মানে ধূপ।
মা মানে
নিজে না খেয়ে সন্তানের জন্য তুলে রাখা
মা মানে
মিষ্টি শাসনে সকল ভালো-মন্দ দেখা।
মা মানে
ন'ষ্ট ছেলের স'ঙ্গ
মা মানে
অস্তিত্ব জুড়ে সমস্ত অ'ঙ্গ।
মা মানে
রান্নায় অমৃতের স্বাদ
মা মানে
ক্ষ'মা না চাওয়া হাজারো অ'পরা'ধ।
মা মানে
বুঝতে না দেওয়া জীবনের শত ক'ষ্ট
মা মানে
আগলে রাখা হতে জীবন ন'ষ্ট।
মা মানে
কঠিন থেকে কঠিনতম যোদ্ধা
মা মানে
প্রকাশ না করা শ্রদ্ধা।
মা মানে
বেঁচে থাকার দ্বিতীয় অক্সিজেন
মা মানে
আগলে রাখা থেকে সকল ঝড় তুফান।
মা মানে
সকল অপরাধের ক্ষমা
মা মানে
গোটা পৃথিবী পরিক্রমা।
মা মানে
এক আকাশ ভালোবাসা
মা মানে
পৃথিবীর একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা।
মা মানে
শান্ত শীতল ছায়া
মা মানে
জীবনের ভরাডুবিতে জাদুকরী খেয়া।
মা মানে
আধার ঘরের বাতি
মা মানে
শ্রেষ্ঠ নারী জাতী।
মা মানে
সবার সেরা গর্ব
মা মানে
পায়ের নিচে স্বয়ং স্বর্গ।
মা মানে
সুন্দর সাবলীল প্রতিদিন
মা মানে
প্রকাশ না করা শত সহস্র ঋণ।
মা মানে
সব ভু'লের নিখুঁ'ত সমাধান
মা মানে
শ্রেষ্ঠ শিক্ষক শ্রদ্ধা সম্মান।