খোলা আকাশের নিচে কোটি মানুষ, কত'শত ভিড়, কেবল তুমিহীন নিঃস্ব আমি, দুঃখের সাথে ঘনিষ্ঠতা গভীর, হ্যাঁ, তুমিহীন নিঃস্ব আমি হারিয়েছি সবই!

তোমাকে ভেবে ভেবেই, আমি হাজার বছর মরে মরে নিঃসঙ্গ প্রবাল দ্বীপে রূপান্তরিত হয়েছি, আর তোমাকে ভালবেসেই হারিয়েছি সবই!

তোমায় ভুলে যাওয়ার মিছে চেষ্টা'য় পাহাড়ের নিচে চাপা দেওয়া আমার আর্তনাদ গুলো, একদিন বয়ে যাবে তোমার অশ্রু হয়ে, আর তোমায় বুঝিয়ে দিবে, কি নিদারুণ কষ্ট নিয়ে বেঁচে ছিলাম আমি, তোমায় ভালোবেসেই হারিয়েছি সব'ই!

তোমাকে একটি'বার দেখার যত অপেক্ষা, তার একটা মুহূর্ত এসে তোমায় জড়িয়ে ধরলে বুঝতে; কতটা হাহাকার আর ফাঁকা ফাঁকা লাগে, হ্যাঁ তুমি'হীন নিঃস্ব আমি হারিয়েছি সবই!

তোমাকে পেয়ে যাওয়ার নেশায়, আমি আমাকে করেছি মহোৎস শয়তান, মানুষ ঠিক কতটা নিরুপায় হয়ে আরেক'জন মানুষকে চায়? প্রিয়তমা তোমাকে পেয়ে এবং না পেয়ে আমি ঝরা পাতার মত, মিশে যাবো মাটিতে'ই; আর বারবার লিখে যাব তুমি'হীন নিঃস্ব আমি হারিয়েছি সবই!