বোকার মতো তীব্র রোদে দাড়িয়ে করেছিলাম বৃষ্টির E আশা, অপূর্ণতা হয়ে রইলো কারন ছিলো যে এক তরফা ভালোবাসা, পাবো না জানি তবুও জরিয়েছি নাজানা কত লবনাক্ত চোখের পানি, স্পর্শ করে যদি ভালোবাসা হতো, তবে চোখের পানি কখনো ঝরিতো না, কবিদের লেখা এত কবিতা কেউ কখনো পড়িতো না, আমি বার বার পরতে চাই তোমারি প্রেমে, না পাওয়ার আক্ষেপ হয়তো সারাজীবন থাকিয়া যাবে, তবে এই ক্লান্ত দেহটা শান্তনা তা পাবে, এই ছোট জীবনে পুরুষ হয়ে নারীর স্বাদ না নিতে পারিলাম, হেরে গেলাম ভালোবাসার সঠিক দিতে গিয়ে দাম..!
কবিতাটি ৭২ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ২১/০৩/২০২৫, ১১:৩৩ মি: