বুঝবে সেদিন বুঝবে!
যেদিন আমাকে হারিয়ে ফেলে আবার আমাকে'ই পাগলের মতো খুঁজবে!

আসলে আমরা সময় থাকতে বুঝিনা যা বোঝার!
নাগাল থেকে বেড়িয়ে যায় যা কিছু ',তখন ব্যর্থ চেষ্টা করি তাকে খোঁজার।

তখন সে খোঁজার মূল্য থাকে না আর!
তাই সময় থাকতে ভালোবাসা আর ভালোবাসার মানুষকে গুরুত্ব দেওয়াটা খুব দরকার।

কারণ চলে গেলে এ পৃথিবীর বুকে আসা হবে না আর হয়তো!
এ জনম একবার পাওয়া যায়, বার বার নয় তো!