আকাশে মেঘ গুরগুর
বৃষ্টি হবে ঝুম বৃষ্টি.
তুমি আমি বারান্দায় দাঁড়িয়ে
বৃষ্টি বিলাস করবো.
চায়ের কাপে আড্ডা জমাবো
বৃষ্টির ফোটায় হাত ভেজাবো.
টিনের ছাউনিতে বৃষ্টির ঝুমঝুম শব্দ হবে.
আমাদের বৃষ্টি বিলাসের আনন্দ
অনেকখানি বেড়ে যাবে.
তোমায় নিয়ে লিখেছিলাম যে শ'খানেক কবিতা.
সেখান থেকে প্রিয় কবিতা খানা
তোমার উদ্দেশ্য বলবো.
আর তোমার করুন কণ্ঠে গান শুনবো
তোমাতে মগ্ন হয়ে.
কতই আনন্দের হবে দিনটা.
আমরা ঝুম বৃষ্টিতে ভিজবো.
টাপুর টুপুর বৃষ্টির শব্দ কানে বেজে যাবে আমাদের.
বৃষ্টির প্রতিটি ফোটায় ফোটায়
আমাদের ভালবাসা জমে রবে..!