বিশ্বাস ভেঙেছে; ঘটনা'টা প্রত্যেকের জীবনে একবার হলেও হয়!
তাই এটা জীবন থেকে নেওয়া কোনো এক গল্প;
আজ আর কোনো কবিতা নয়!
বিশ্বাস অতি নরম এক আবরন; বিশ্বাস আমরা তাকেই করি, যাকে উজাড় করে দেই সারাক্ষন!
শহরে মূলত প্রেমকে ঘিরেই তৈরি হয়
মানুষগুলো আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে যায়; যেমন প্রয়োজনীয় নিশ্বাস-!
খুব কঠিন কথার আঘাতেই বিশ্বাস ভাঙে; যার প্রভাব অনন্তকাল অব্ধি চলে; আবার কারোটা শুরুতেই থামে!
একবার বিশ্বাস ভাঙার পরে, মানুষ মন ভাঙা প্রেমিকদের খাতায় নাম লিখাতে চায়, আবার কেউ অনবরত আরেকজনের কমল মন ভেঙে যায়!
ভেদাভেদ মূলত এখানেই সৃষ্টি হয়; কেউ দুর্যোগ কাটিয়ে ফিরে আসে! কেউ হারিয়ে যায় অজানায়!
এভাবেই প্রেম আর বিচ্ছেদের সৃষ্টি হয়েছে! এখানে দোষ আসলে কাউকে দেই না; দোষ হলো আধুনিক যুগের! যা আমাদেরকে ভালোবাসতে শিখিয়েছে!
আজ শহরে একদিকে প্রেম ভাঙে; তো আরেকদিকে প্রেম গড়ে!- এর জন্যই আমার মতো প্রেমিক'রা প্রেমিক পরিচয় দিতে অস্বস্থিবোধ করে!