ব্যর্থতার ঘন কুয়াশা আজ আমায় চেপে ধরেছে আষ্টেপৃষ্ঠে, আজ আমি সব হারিয়ে নিঃস্ব, ভীষণ ব্যর্থ!
আমি ব্যর্থতার দ্বারপ্রান্তে পৌঁছে গেছি, হতে পারিনি মায়ের গর্ববের কারণ, উজ্জ্বল করতে পারিনি নক্ষত্রের মতো বাবা'র মুখ, ব্যর্থতা ঘিরেই যেন আমার সমস্ত সুখ!
আজ আমি ভীষণ ক্লান্ত, আমি হেরে গেছি এই বাস্তবতার বাস্তব জীবনে, হতে পারিনি একজন ভালো সন্তান, হতে পারিনি একজন সফল প্রেমিক, আজ আমি সর্বস্বান্ত ভীষণ ব্যর্থ!