কি নিদারুণ বীভৎস এই অভাব!

কোটি মানুষের উপস্থিতিও হেরে যায় নির্দিষ্ট একটা মানুষের অনুপস্থিতির কাছে।

তুমি নেই কেউ নেই, কিচ্ছু নেই। অথচ, আমার শহর ভর্তি মানুষ..!